বাঞ্ছারামপুরে ১৪৪ ধারা জারি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিএনপির সম্মেলনকে ঘিরে সৃষ্ট উত্তেজনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে এক আদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. আবুল মনসুর এই নিষেধাজ্ঞা জারি করেন।
তিনি জানান, ১৯ নভেম্বর সন্ধ্যা হতে ২১ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত বাঞ্ছারামপুর সরকারি এস এম মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠ ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার বিধান মোতাবেক এই আদেশ জারি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে বলা হয়, ২০ নভেম্বর বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একাংশ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর সরকারি এস এম মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সম্মেলন করার প্রস্তুতি গ্রহণ করেছে। বিএনপির আরেকটি অংশ একই স্থানে একই সময়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছে। তবে কোনো পক্ষকেই সম্মেলন বা আলোচনা সভা করার অনুমতি দেওয়া হয়নি।
আদেশে আরও বলা হয়, যেহেতু ১৮ নভেম্বর একাংশের মিছিলকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং জনসাধারণের নিরাপত্তা ও সম্পদের ক্ষতি হয়েছে, ফলে উভয়পক্ষ একই স্থানে একই সময়ে সম্মেলন কিংবা আলোচনা সভা আয়োজন করলে বর্ণিত স্থানের এবং আশপাশের সাধারণ জনগণের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই ১৯ নভেম্বর সন্ধ্যা হতে ২১ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আরটিভি/এএএ
মন্তব্য করুন