ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে ছাত্রদল। গত সাড়ে ৩ মাসে ছাত্রদলের ৩ শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ৫ শতাধিক নেতাকর্মীকে শোকজ করা হয়েছে। শুধু বহিষ্কার করেই ছাত্রদল থেমে থাকেনি। তাদের বিরুদ্ধে মামলা করে গ্রেফতার করার ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজবাড়ী সরকারি কলেজ প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দীন বলেন, শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতির মধ্যে রয়েছি। কোনো নেতাকর্মী সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হচ্ছে না। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে শৃঙ্খলা পরিপন্থি কোনো কাজের সাথে দলীয় নেতাকর্মী জড়িত থাকলে তাকে শুধুমাত্র বহিষ্কার নয়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে কলেজের আগত শিক্ষার্থীদের বিভিন্ন কথা শোনেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। লিফলেট বিতরণ শেষে কলেজ প্রাঙ্গণে একটি বকুল ফুল গাছের চারা রোপণ করেন।
এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক মুসতাসিম বিল্লাহ অপু, গোলাম মোস্তফা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মো. শাহিনুর রহমান, রাজবাড়ী সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি টোকন মণ্ডল, সাধারণ সম্পাদক মো. রুবেল মণ্ডলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এএএ