• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

সোনারগাঁয়ে ৮ কেজি গাঁজাসহ ২ নারী আটক

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২৪, ১৯:৫৮
ছবি : আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক নারী মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী।

এর আগে, শুক্রবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত নারী মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতোয়ালি থানার গোলাবাড়ী এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে ও মৃত আলী নেওয়াজের স্ত্রী দুলু বেগম (৬০) এবং অপর নারী মাদক ব্যবসায়ী একই জেলার দেবীদ্বার থানার রাজা মিয়া মাহারবাড়ী এলাকার মৃত মনির হোসেনের মেয়ে ও রিপন হোসেন এর স্ত্রী রাবেয়া আক্তার সুইটি (২০)।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রী ছাউনির সামনে গাড়ী এবং যানবাহন তল্লাশিকালে ওই নারীদের হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগসহ মেঘনা টোল প্লাজার পশ্চিম পার্শ্বে যাত্রী ছাউনির সামনে থেকে বাসে তল্লাশি করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত নারীদের নামে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
দেড় ঘণ্টার চেষ্টায় ফতুল্লার কারখানার আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত
রূপগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা