ভারত পালানোর সময় আখাউড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ০৯:০৫ এএম


ভারত পালানোর সময় আখাউড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সীমান্তপথে ভারত পালানোর চেষ্টাকালে নান্টু কুমার কর (৩৫) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি।

বিজ্ঞাপন

রোববার (২৪ নভেম্বর) বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।

আটককৃত নান্টু কুমার কর চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক। তিনি ফাজিলকারহাট ইউনিয়নের দৌলতপুর করপাড়া গ্রামের বাসিন্দা শচীন্দ্র করের ছেলে।

বিজ্ঞাপন

নান্টু কর বন্দরের ইসহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কনটেইনার ইয়ার্ডে কর্মরত ছিলেন।

৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, চট্টগ্রামের পটিয়া উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা ভারতে পালানোর চেষ্টা করছেন এমন খবর আসে বিজিবির কাছে। এ সংবাদের ভিত্তিতে আখাউড়া স্থলবন্দর আইসিপি ক্যাম্পের জওয়ানরা বিজিবি চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। অভিযানে নান্টু কুমার করকে দুপুরে আটক করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে গেল ৫ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্যসহ ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগও রয়েছে। আটক আওয়ামী সরকারের সুবিধাভোগী স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/এফআই/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission