• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

জমি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম

আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ২৩:৫৪
জমি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম
ছবি: সংগৃহীত

হাতিয়ায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে আজিমা খাতুন নামে এক প্রবাসীর স্ত্রীকে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ বিষয়ে হাতিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার চরকিং ইউনিয়নের ৭নং ওয়ার্ড চরবগুলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় আজিমা খাতুন ও তার ভাই রিয়াল হাছানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসীর স্ত্রী আজিমা খাতুনের সাথে প্রতিবেশী ফরহাদ উদ্দিনের জায়গা-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। প্রতিবেশীরা বিভিন্ন সময়ে চাঁদা দাবি করত। চাঁদা না পেয়ে কয়েকবার জমি দখলের চেষ্টা, গাছপালা কেটে ফেলা, পুকুরের মাছ ধরে নিয়ে যাওয়াসহ নানাভাবে অত্যাচার করে আসছে। ঘটনার দিন সকালে আজিমা খাতুন তার বসতঘরের পাশে সীমানা প্রাচীর করার সময় আসামিরা অতর্কিতে হামলা শুরু করে। হামলায় আজিমা খাতুনকে দা দিয়ে কুপিয়ে জখম করা হয় এবং রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় তার ভাই তাকে রক্ষা করতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

অভিযুক্তরা হলেন, চরকিং ইউনিয়নের ৭নং ওয়ার্ড চরবগুলা গ্রামের সফিয়ল আলামের ছেলে ফরহাদ উদ্দিন (৪০), ইমান আলীর ছেলে সাহাব উদ্দিন (৫৫) মৃত আমিরুল হকের ছেলে আবু তৈয়ব বাবুল (৪৫)।

আহত রিয়াল হাসান বলেন, আমরা যাতে থানায় মামলা না করি এ জন্য আসামি ফরহাদ আমাকে হুমকি দেয়। এমন কি স্থানীয় ব্রিজ বাজারে আমার কাপড় দোকানটি লুট করার হুমকি দিচ্ছে।

হাতিয়া থানা ওসি (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, প্রবাসীর স্ত্রী আজিমা খাতুনের অভিযোগটি পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতিয়ায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট
‘প্রবাসীর স্ত্রী-টু’ নিয়ে হাজির অহনা-রুশো
রক্তাক্ত অবস্থায় বারান্দায় পড়েছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ
হাতিয়ায় আলোর মশালের শীতবস্ত্র বিতরণ