• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

রয়টার্সকে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান সিএমপির

আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২৪, ১৭:১৯
ফাইল ছবি

চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনা নিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের করা প্রতিবেদন বস্তুনিষ্ঠ নয় জানিয়ে এর প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বুধবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায় সিএমপি।

এতে বলা হয়, সনাতন জাগরণ মঞ্চের নেতা চন্দন কুমার ধর প্রকাশ ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ও জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ ও তার আশেপাশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিদেশি গণমাধ্যম রয়টার্সে প্রকাশিত ‘One Killed in Bangladesh as Hindu protesters clash with police’ শিরোনামে একটি প্রতিবেদন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নজরে এসেছে। প্রতিবেনটি পরবর্তীতে ভয়েস অব আমেরিকাসহ আরও অনেক গণমাধ্যমে প্রকাশিত হয়।’ কিন্তু ওই প্রতিবেদনে পুলিশ কর্মকর্তা লিয়াকত আলী খানকে উদ্ধৃত করে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেছে সিএমপি।

সিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, রয়টার্সের প্রতিবেদনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার লিয়াকত আলী খানকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘A Muslim lawyer defending Das was killed amid protests outside the court [in Chittagong], said police officer Liaquat Ali.’ কিন্তু রয়টার্স বা কোনো সাংবাদিক এই বিষয়ে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খানের সঙ্গে কথা বলেননি। ঘটনার সময়ে তিনি আদালত প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কাজে দায়িত্বরত ছিলেন। লিয়াকত নামে চট্টগ্রামে চারজন কন্সটেবল আছেন। তারাও কাউকে কোনো বক্তব্য দেননি।’

সিএমপি জানায়, কারও বক্তব্য গ্রহণ না করেই নিজেদের মনগড়া বক্তব্যকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার বক্তব্য বলে চালিয়ে দেওয়া সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী। ভবিষ্যতে রয়টার্সসহ সকল গণমাধ্যম এই ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইনজীবী হত্যা, আদালত বর্জনসহ যেসব সিদ্ধান্ত নিলো আইনজীবী সমিতি
আইনজীবী হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি
রয়টার্সের মনগড়া বক্তব্যযুক্ত প্রতিবেদন নীতিমালা পরিপন্থী: প্রধান উপদেষ্টার প্রেস উইং
ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম