• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে: নুর

স্টাফ রিপোর্টার (পটুয়াখালী), আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২৪, ২০:৫৬
ছবি: আরটিভি

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচাররা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তারা গত ১৫ বছরে অবৈধভাবে আয়কৃত টাকা দিয়ে এখন দেশে অস্থিতিশীল সৃষ্টি করার লক্ষ্যেই চট্টগ্রামে সহিংস ঘটনা ঘটায়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর গলাচিপায় বিএনপির প্রয়াত নেতা মো. শাহজাহান খানের বার্ষিকীর স্মরণসভায় তিনি এ কথা বলেন।

ভিপি নুর বলেন, এখন নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করার সময় নয়। এতে ফ্যাসিস্টরাই লাভবান হবে এবং ফ্যাসিবাদ আবার দ্রুত কামব্যাক করবে। তাই আমাদের মধ্যে ঐক্য অটুট রাখতে হবে। প্রধান উপদেষ্টা ও বিএনপির মহাসচিবও জাতীয় ঐক্যের কথা বলেছেন। এ মুহূর্তে আমাদের জাতীয় ঐক্যের বিকল্প নেই।

গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন শাহজাহান খানের স্ত্রী আনোয়ারা শাহজাহান, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোহরাব মিয়া, শাহজাহান খানের ছেলে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শিপলু খান, নাতনি ইন্দিরা কায়সার প্রজ্ঞা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ স্মরণ সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগ দিলেন রেজানুর রহমান
স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক
পটুয়াখালীর বাউফলে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ীকে অপহরণ 
সংসদকেও ইসলামের আলোয় আলোকিত করতে হবে: আজহারী