• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ১০:৫৫
ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস সড়কের পাশ থেকে গুলিবিদ্ধ এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশ থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়কে মদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, গুলি করে ওই নারীকে হত্যা করা হয়েছে।

স্থানীয় কয়েকজন জানান, শনিবার ভোরে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হাঁটতে দেখা যায়। তবে কে বা কারা তাকে গুলি করেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দীন চৌধুরী জানান, শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় পুলিশ। গুলিবিদ্ধ মরদেহটির পাশে পাঁচটি গুলির খোসা পাওয়া গেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ওই স্থানে নিয়ে ভোরে গুলি করে হত্যা করা হয়। রহস্য উদ্ঘাটনে পিবিআইকে নিয়ে কাজ শুরু করেছে শ্রীনগর থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে, শ্রীনগর খাল থেকে বুধবার দুপুরে এক সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। মাত্র চার দিনের ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে এলাকাবাসীর মনে।

আরটিভি/এসএইচএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তরুণীকে গুলি করে হত্যা, রিভলবারসহ প্রেমিক গ্রেপ্তার
টেকনাফ থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে হেঁটে যাত্রা তরুণীর
অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার
কবর থেকে তোলা হলো আন্দোলনে নিহত হাফিজুলের মরদেহ