ঢাকাশনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

চাকরির খোঁজে এসে প্রাইভেটকার চাপায় নারীর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ০৪:৪৩ পিএম


loading/img
ছবি : আরটিভি

চাকরির খোঁজে এসে প্রাইভেটকার চাপায় রাহিমা খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পোড়াবাড়ী গ্রামের মৃত রুহুল আমিনের মেয়ে। 

বিজ্ঞাপন

সোমবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড স্টার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রাহিমা খাতুন কেওয়া পশ্চিম খন্ড এলাকায় তার এক আত্মীয়ের বাসায় থেকে চাকরি খুঁজছিলেন। সোমবার সকালে মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার রাহিমাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
 
তিনি আরও বলেন, ‘আশপাশের লোকজন জানিয়েছে তারা ঘটনাস্থলে আসার আগেই প্রাইভেটকারটি চলে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ তার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |