• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

এক কোরালের দাম ২০ হাজার টাকা

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৬
এক কোরালের দাম ২০ হাজার টাকা
ছবি : আরটিভি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জালাল মাঝি (৩৬) নামে এক জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ। মাছটি ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে। কুয়াকাটা মাছ বাজার থেকে নিলামে মাধ্যমে মাছটি কিনে নেন খলিল খান নামের ব্যবসায়ী।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুয়াকাটা মৎস্য মার্কেটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। এর আগে বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরের বলেশ্বর নদীর সাগর মোহনায় মাছটি ধরা পড়ে।

এ বিষয়ে জালাল মাঝি বলেন, প্রতিদিনের মত গত বৃহস্পতিবার ট্রলার নিয়ে গভীর সাগরে যাই। পরে বলেশ্বর নদীর মোহনায় জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এ কোড়াল মাছটি ধরা পড়ে। মাছটি সুস্বাদু হওয়ায় এসব মাছের চাহিদা অনেক। খুব ভালো দামে বিক্রি করেছি।

ব্যবসায়ী রাসেল বলেন, এত বড় মাছ সচরাচর পাওয়া যায় না। এসব মাছ অনেক সুস্বাদু। তবে দাম বেশি হওয়ায় এসব মাছ আমাদের মত মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে। তবে এসব মাছ যদি কেটে বিক্রি করে তাহলে আমরা আমাদের সাধ্যমত কিনে খেতে পারি।

ক্রেতা খলিল খান বলেন, আমি দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করি, এসব বড় কোরাল আসলে সব সময় পাওয়া যায় না। মাছটি দেখেই আমার পছন্দ হয়েছে। তাই ১ হাজার ১০০ টাকা কেজি ধরে মাছটি কিনে নেই।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কোরাল মাছ খুবই সুস্বাদু। শিশুদের মানসিক বিকাশে কোরাল মাছ গুরুত্বপূর্ণ। বিশেষ করে পায়রা, বিষখালী, বলেশ্বর ও সুন্দরবনের মোহনাগুলোতে জেলেদের জালে ইলিশের পাশাপাশি এসব মাছ আরও ধরা পড়বে বলে আাশা রাখি।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়াকাটা পৌর যুবদলের ৩ নেতা বহিষ্কার
মহিপুরে ইয়াবাসহ ৩ মাদককারবারী গ্রেপ্তার 
শীতের শুরুতেই কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটকে মুখরিত
কুয়াকাটায় বেড়িবাঁধের অবৈধ স্থাপনায় পর্যটনের সৌন্দর্য নষ্ট