চট্টগ্রামে ডাকাতি করতে গিয়ে ধরা এএসআইসহ ৬, কারাগারে প্রেরণ

আরটিভি নিউজ

শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ , ০২:২৩ এএম


চট্টগ্রামে ডাকাতি করতে গিয়ে ধরা এএসআইসহ ৬, কারাগারে প্রেরণ
ফাইল ছবি

চট্টগ্রামে কল্পলোক আবাসিক এলাকায় একটি বাসায় ঢুকে ডাকাতি করে পালানোর সময় ধরা পড়া বাকলিয়া থানার চাক্তাই পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক মিয়াসহ ৬ ডাকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

শুক্রবার (৬ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন। 

বিজ্ঞাপন

অন্য ডাকাতরা হলেন- জয়নাল আবেদীন, মো. আকবর, ফজলুল করিম, মিজানুর রহমান ও সোহেল রানা।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান জানান, ঘটনার পর এএসআই ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

নগরের বাকলিয়া থানা পরিদর্শক রফিকুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার রাতে নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনের ৯ তলার একটি বাসায় ১৬ জনের একটি দল ডাকাতি করতে যায়। তারা ৮ ভরি স্বর্ণালংকার ও ৩৫ হাজার টাকা লুট করে। ইতিমধ্যে আশপাশের লোকজন বিষয়টি জানতে পারে ডাকাত দলকে ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় এএসআই ফারুকসহ ৬ জনকে ধরে ফেলেন স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে ছয়জনকে থানায় নিয়ে যায়।

ছয় ডাকাতকে আদালতে পাঠানো নথিতে বলা হয়, ঘটনার ভুক্তভোগী ওই বাসার ভাড়াটে মামলা করতে দেরি হওয়ায় ৬ জনকে জিডি মূলে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নিয়মিত মামলা করলে পরে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে নগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) রইস উদ্দিন জানান, বাকলিয়ায় ডাকাতির বিষয়ে আগামীকাল শনিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.