• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

রক্ত দিয়ে আমরা এই জমিন খরিদ করেছি: মামুনুল হক

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৯
রক্ত দিয়ে আমরা এই জমিন খরিদ করেছি: মামুনুল হক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী আন্দোলনের যুগ্ম সচিব মাওলানা মামুনুল হক বলেছেন, এই দেশের প্রতি ইঞ্চি মাটি আমরা খরিদ সূত্রে মালিক। বলবেন কি দিয়ে কিনেছি? বলবো রক্ত দিয়ে কিনেছি। পূর্বপুরুষদের প্রতি ফোটা রক্ত দিয়ে আমরা এই জমিন খরিদ করেছি।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদরের নিলার মাঠ এলাকায় এক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, আজ এ বক্তব্য আওয়ামী লীগের অনেকে শুনছেন। আপনাদের উদ্দেশে একটা কথাই বলি, আপনারা আমাকে প্রতিপক্ষ মনে করবেন না। আপনাদের আজ একটা উপদেশ দিয়ে যাই। সেটা হলো আপনাদের অনেক ভুল আছে এটা তো মানেন? ভুলত্রুটি সবার থাকে। আমাদেরও ভুল আছে। আপনাদের সবচেয়ে বড় ভুল ৫০ বছর ধরে করে আসছেন। আশা করি, এবার হোঁচট খাওয়ার পর একটু হুশ ফিরবে। আপনারা সেই ভুলটা সংশোধনের চেষ্টা করবেন।

তিনি বলেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল হলো আলেমদের কাছ থেকে কোনো রাজনৈতিক কথা সহ্য করতে না পারা। আলেমদের কাছ থেকে তারা মাসলা মাসায়েল শুনতে পছন্দ করেন। আলেমদের কাছ থেকে তারা খতম পড়াতে পছন্দ করেন। আলেমদের কাছ থেকে তারা ওয়াজের সুর শুনতে পছন্দ করেন। কিন্তু আলেমরা যখন কোরআন সুন্নাহর আলোকে রাজনৈতিক কোনো কথা বলেন, তখন সেটা তারা শুনতে পছন্দ করেন না। এ নিয়ে আপনাদের সঙ্গে আমাদের বহু বাধা হয়েছে। আপনারা আমাদের কণ্ঠ চেপে ধরতে চেয়েছেন।

মামুনুল হক বলেন, আমার কথা যদি আপনাদের ভালো মনে হয়, তাহলে হয়তো আগামী দিনে আপনারা রাজনীতিতে পুনর্বাসিত হবেন। তখন এই ভুলটা সংশোধন করে আসবেন।

একই সঙ্গে বিএনপিকে উদ্দেশ্য করে মামুনুল হক বলেন, আওয়ামী লীগের দেখা দেখি বিএনপির মধ্যেও আওয়ামী লীগের সেই একই চরিত্র পুনর্বাসিত হয়েছে। রাজনীতি করতে চাইবেন বাংলাদেশে করেন। বহুদিন ধরে বলি, বাংলাদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না। ভাড়াটিয়া মনে করবেন না হুজুরদের। আলেমদের দিকে কেউ করুণার দৃষ্টি দিয়ে তাকাবেন না। ভ্রাতৃত্বের দৃষ্টি দিয়ে তাকাবেন, হাতে হাত মেলাবেন। আমি যেমন আপনার ভাই, আপনিও আমার ভাই। প্রভুত্ব ফলাতে আসবেন তো চোখ উপরে ফেলবো। এই অধিকার নিয়ে আমরা দেশে চলাচল করি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মামুনুল হক বলেন, বর্তমান সরকারের এখন হুঁশ ফিরেছে। আমরা যে এতদিন ধরে বলেছি, চিৎকার করেছি তখন কেউ শোনেনি। এখন সবাইকে ডাকছে, তাও ভালো। এটাকে আমরা স্বাগত জানাই। তবে একটা কথাই বলবো, আপনারা যেটা চান সেটা কোনো দিনই হওয়ার নয়। গাছের শেকড়ে পানি ঢালবেন আর ওপরের ডাল ছেঁটে আপনারা বলবেন এই বৃক্ষের ছায়ায় আপনারা উপকৃত হবেন। সেটা কোনো দিনই হওয়ার নয়। যদি বিষ বৃক্ষের থেকে মুক্তি পেতে হয় ডাল ছাঁটলে হবে না, তার শেকড় কেটে দিতে হবে। আর তার শেকড় হচ্ছে বাংলাদেশের সংবিধানে কোরআন সুন্নাহর আলোক বিরোধী সব আইন ও বিধিমালার যে ওপেন স্পেস সেটিকে উন্মুক্ত করতে হবে। বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাতিল করে আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস ও ঈমানের আইন ফিরিয়ে আনতে হবে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসকনের বিরুদ্ধে কঠোর হলেও মামুনুল হক নমনীয় হিন্দু বিষয়ে
অনন্তকাল ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন না: মামুনুল হক
শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছিলেন: মামুনুল হক 
দল গোছাতে মাঠে মামুনুল হক, ধারাবাহিক গণসমাবেশ এবার চট্টগ্রামে