ইটনায় ধানবোঝাই নৌকাডুবি, মাঝি নিহত
কিশোরগঞ্জের হাওরবেষ্টিত ইটনা সদর ইউনিয়নের ধনু নদীতে ধানবোঝাই নৌকা ডুবে এলাচ নামে এক মাঝি নিহত হয়েছেন।
রোববার (৮ ডিসেম্বর) ভোরে উপজেলা সদর ইউনিয়নের কাকঠেঙ্গুর এলাকায় ধনু নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ এলাচ মিয়া (৩৫) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ডেকোনা গ্রামের মৃত অলি রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় প্রতিদিনের মতো ধান ব্যবসায়ী জাহাঙ্গীর আলম তার ধানবোঝাই নৌকাটি কাকঠেঙ্গুর সেতু সংলগ্ন ধনু নদীতে রেখে বাড়িতে যান। পরে নৌকার মাঝি এলাচ মিয়া রাতে খাওয়া শেষ করে নৌকায় রাত্রিযাপন করেন। রোববার সকালে জাহাঙ্গীর ঘটনাস্থলে গিয়ে দেখেন নৌকাটি নেই। মাঝির মোবাইল নম্বর বন্ধ। তার সন্ধান মেলেনি। অনেক খোঁজাখুঁজি করে নদীতে ডুবন্ত নৌকা দেখলেও মাঝির সন্ধান পাওয়া যায়নি।
এ সময় ইটনা ফায়ার সার্ভিসে খবর দিলে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলের সদস্যরা বেলা ১১টায় এসে উদ্ধার অভিযান শুরু করেন। কয়েক ঘণ্টার অভিযানে ঘটনাস্থল থেকে মাঝি এলাচ মিয়ার মরদেহ উদ্ধার করে ইটনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
নৌকার মালিক জাহাঙ্গীর আলম বলেন, সন্ধ্যায় নৌকা তালা দিয়ে বাড়িতে যাই আমি। পরে এলাচ রাতে নৌকায় এসে ঘুমায় বলে শুনেছি। এখন তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরটিভি/এমকে-টি
মন্তব্য করুন