ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

রাজবাড়ীতে রসুনখেতে মিলল কৃষকের মরদেহ

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ০২:৫৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীতে রসুনখেত থেকে কদম আলী শেখ (৫৭) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৩টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের নারায়ণদিয়া তালতলা এলাকার ঠান্ডু মৃধার রসুন খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান।

কদম আলী শেখ উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া শিকদার পাড়ার বাসিন্দা।

বিজ্ঞাপন

কদম আলী শেখের ছেলে আবজাল শেখ বলেন, সোমবার বিকেল ৪টার দিকে তার বাবা পশ্চিম হরিণবাড়িয়া বাজারে মুলা ও ধনিয়াপাতা বিক্রি করতে যান। রাত হয়ে গেলেও বাবা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে আমরা বের হই। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে কালিকাপুর ইউনিয়নের নারায়ণদিয়া তালতলা এলাকার ঠান্ডু মৃধার রসুন খেতে তার বাবার মরদেহ পাওয়া যায়। ওই খেতের ভেতর দিয়েই তাদের বাড়ি থেকে পশ্চিম হরিণবাড়িয়া বাজারে যাতায়াতের রাস্তা। রাস্তা থেকে ৪ থেকে ৫ হাত দূরেই খেতের মধ্যে মরদেহটি পাওয়া গেছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৩টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আবজাল শেখ বলেন, আমার ছোট বোন পূর্ণির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আমাদের দ্বন্দ্ব ও মামলা চলছে। সে বর্তমান আমাদের বাড়িতেই থাকে। তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আমার বাবাকে হত্যা করে থাকতে পারে।

কালুখালী থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘কদম আলী শেখের পরিবারের সদস্যরা দাবি করছেন তাকে হত্যা করা হয়েছে। তবে আমরা তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাইনি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

বিজ্ঞাপন

এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |