ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খাগড়াছড়ির দুর্গম এলাকায় জিপ উল্টে যুবক নিহত

আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ , ০৬:০৫ পিএম


loading/img

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় জিপ উল্টে এক যুবক নিহত হয়েছেন। ওই যুবকের নাম মো. মনির হোসেন (২৪)।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভাইবোনছড়া ইউনিয়নের দুর্গম রাইন্যাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা।

বিজ্ঞাপন

নিহত মনির হোসেন ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ব মুসলিম পাড়া এলাকার মো. সোলাইমানের ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে ভাইবোনছড়া বাজার থেকে জিপ গাড়িটি বাঁশ আনতে যাওয়ার পথে রাইন্যাবাড়ি এলাকায় পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান মনির হোসেন। তবে মনির হোসেন দুর্ঘটনাকবলিত গাড়ির চালক ছিলেন না।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, দুর্ঘটনায় নিহত মনির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |