ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ঝিনাইদহে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ , ০৭:৩৯ পিএম


loading/img
ছবি : আরটিভি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিএনপির কর্মীসভায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে হরিণাকুন্ডু উপজেলার লালনবাজারে এ ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর করা হয়েছে সমাবেশের চেয়ার।

স্থানীয়রা জানান, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার বিকেলে জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইবরাহিম রহমান বাবু কর্মীসভার আয়োজন করে। বিকেলে সমাবেশ চলাকালে ইউনিয়ন বিএনপির সভাপতি রনি আহম্মেদের লোকজন সমাবেশে হামলা চালায়। সেসময় কর্মীদের মারধর চেয়ার ভাঙচুর করা হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। 

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় থানা বিএনপির সদস্য মন্টু হোসেনের শারীরীক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |