• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

আরটিভি নিউজ

  ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে অয়ন দাশ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলার মিঠাছরা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আর্যরাজ দত্ত।

অয়ন দাশ মিরসরাই সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূজাবাড়ির খোকন দাশের ছেলে।

তিনি নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, অয়ন এসএসসি পরীক্ষায় পাস করে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হন। সোমবার দুপুরে নির্মাণাধীন বসতঘরে পানি দেওয়ার জন্য পানির মোটরের লাইন মন্দিরের ভেতরের সকেটে লাগানোর সময় তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করে দেন। সেখানে দায়িত্বে থাকা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ডা. আর্যরাজ দত্ত বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে।’

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের চট্টগ্রামে আসছে সেই পাকিস্তানি জাহাজ, এবার যেসব পণ্য থাকতে পারে
আরও বেশি পণ্য নিয়ে চট্টগ্রামে আসছে সেই পাকিস্তানি জাহাজ
হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
চট্টগ্রামে ছাত্র আন্দোলনে অংশ নেওয়া যুবককে হত্যা