বিএনপির এক নেতা বহিষ্কার, দুজনকে শোকজ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ০৮:৪৪ পিএম


বিএনপির এক নেতা বহিষ্কার, দুজনকে শোকজ
ছবি: আরটিভি

নেতাকর্মীদের সাথে অশালীন আচরণ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির ১ নেতাকে বহিষ্কার ও  ২ নেতাকে কারণ দর্শাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, অভিযুক্তদের মধ্যে বরমী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল মোড়লকে দলীয় পদসহ বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বরমী ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাজু ফকির এবং ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে কেন দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে কারণ দর্শানো নোটিশ ইস্যু করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে তাদের দু’জনকে লিখিত জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাষ্টার স্বাক্ষরিত পত্রে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। 

শ্রীপুর উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাষ্টার জানান, গত ৫ আগস্টের পর অভিযুক্তরা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদেরকে হুমকি, তাদের সাথে অশালীন আচরণ এবং সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠে। তাদের এসব শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। দলের সিদ্ধান্ত মতে শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে  কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়ায় দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরটিভি/এসএপি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission