৬ ঘণ্টা পর দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ঘন কুয়াশায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কাযার্লয়ের ডিজিএম মো. নাসির মাহমুদ চৌধুরী বলেন, ঘনকুয়াশায় নৌপথ দৃষ্টিসীমার বাহিরে চলে গেলে ফেরি চালানো খুবই ঝুকিপূর্ণ হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের সিদ্ধান্তে রোববার দিবাগত রাত ১টায় আরিচা-কাজিরহাট নৌপথে এবং সাড়ে ১২টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এ সময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মাঝ নদীতে ৪টি ফেরি- বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, কপোতী, শাহ পরান এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে থাকতে বাধ্য হয়। ৫টি ফেরি-কুমিল্লা, বনলতা, ডা. গোলাম মাওলা, কেরামত আলী এবং হাসনাহেনা মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে এবং ২টি ফেরি- বাইগার ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর রাজবাড়ি জেলার দৌলতদিয়া ঘাটে নোঙর করে থাকে।
একইভাবে মানিকগঞ্জের আরিচা ঘাট ও পাবনার কাজিরহাট ঘাটেও ফেরিগুলো যানবাহন বোঝাই করে নোঙর করেছিল।
আরটিভি/এফআই/এস
মন্তব্য করুন