• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

কিশোরগঞ্জে মাইক ভাড়া করে চোরকে গালাগালি

ভৈরব (কিশোরগঞ্জ), আরটিভি নিউজ

  ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৭
কিশোরগঞ্জে মাইক ভাড়া করে চোরকে গালাগালি
ছবি : সংগৃহীত

অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জানিয়ে চোরকে উদ্দেশ্য করে এক চালক মাইক ভাড়া করে গালাগালি করেছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) এমনই ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের ভৈরবের গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায়।

ভুক্তভোগী অটোচালকের নাম হৃদয় মিয়া (২৫)। তিনি ওই এলাকার সাবেক ইউপি মেম্বার আনার মিয়ার ছেলে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী অটোচালক হৃদয় মিয়া বলেন, ‘আমার সংসারে ৩ ছেলেমেয়েসহ ৭ জন সদস্য। অভাবের সংসার। তার ওপর ভাড়া গাড়ি চালাই। ২১ ডিসেম্বর রাতে অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যায়। তারপর থেকে খোঁজে বেড়াচ্ছি। অটো না চালিয়েই ৫০০ টাকা করে ভাড়া দিতে হচ্ছে। অটোর ব্যাটারি চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়েছে। ঘরের বাজারও করতে পারছি না। এজন্য মাইক ভাড়া করে এনে গালাগাল করেছি। আমি কীভাবে কী করবো বুঝতে পারছি না। খুব কষ্টে আছি।’

ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিলন মিয়া বলেন, ‘ব্যাটারি উদ্ধারে ওই ব্যক্তিকে থানায় জিডি করতে বলা হয়েছে। আমি নিজেও সেই চেষ্টা করছি।’

গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মানিক চাঁন বলেন, ‘কোনো কিছু চুরি হলে তা অবশ্যই দুঃখজনক। তবে মাইকে গালাগালের বিষয়টি সামাজিকভাবে অন্যায়। গরিব মানুষ দুঃখে এই কাজটা করেছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
অ্যাম্বুলেন্স-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল কৃষি কর্মকর্তার
লাইসেন্স-ট্যাক্সের আওতায় আসছে অটোরিকশা: ডিএমপি কমিশনার
ধামরাইয়ে বাস ও অটোরিকশা সংঘর্ষ, স্বামী-স্ত্রী নিহত