ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করলেন পাকিস্তানি যুবক

আরটিভি নিউজ

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ১০:১৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করেছেন এক পাকিস্তানি যুবক। জানা যায়, ১৯ ডিসেম্বর আদালতে পাকিস্তানের লাহোরের বাসিন্দা আলিম উদ্দিনের (২৮) সঙ্গে খাগড়াছড়ির তরুণী তাহমিনা আক্তারের (২২) বিয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 

বিজ্ঞাপন

এরপর রোববার (২২ ডিসেম্বর) তাহমিনার বাড়িতে বিয়ে উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয়রা জানান, তাহমিনা আক্তার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের উত্তরপাড়ার বাসিন্দা। খাগড়াছড়ি সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী তিনি।

বিজ্ঞাপন

বিয়ের বিষয়ে তাহমিনা আক্তার বলেন, আলিম উদ্দিন পাকিস্তানের লাহোরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আট মাস আগে তার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সূত্রে পরিচয়। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১১ ডিসেম্বর আলিম উদ্দিন পাকিস্তান থেকে চট্টগ্রাম আসেন। এ সময় প্রথমবারের মতো তার সঙ্গে আলিমের সরাসরি সাক্ষাৎ হয়। দুজনের প্রেমের বিষয়টি আমি আমার পরিবারকে জানাই। পরিবারের সম্মতিতেই দুজনের বিয়ে সম্পন্ন হয়েছে।

তাহমিনার বাবা আবুল হোসেন বলেন, আলিমের সঙ্গে কথা বলে ভালো লেগেছে। আমার মেয়ে সুখী হলেই আমি খুশি। মেয়ের ভিসার প্রক্রিয়া চলমান। ভিসা হলেই বরের সঙ্গে সে পাকিস্তানে শ্বশুরবাড়িতে চলে যাবে। এর আগে দুজন আমার বাড়িতেই থাকবে।

এ দিকে পাকিস্তানি যুবক আলিম উদ্দিন বলেন, ‘আমাদের সম্পর্কের বিষয়টি আমার পরিবার জানে এবং তারা বিয়েতে সম্মতি দিয়েছে। তাদের কথায় আমি বাংলাদেশে এসে বিয়ে করেছি। আমার পরিবার পাকিস্তানে আমাদের ফেরার অপেক্ষায় রয়েছে।’

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |