ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

বৈষম্যবিরোধী আন্দোলনে চোখ হারানো সাইদুল পেলেন জীবিকার সহায়তা

স্টাফ রিপোর্টার (পটুয়াখালী), আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ , ১২:৩২ এএম


loading/img
ছবি : আরটিভি

জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে গুলির আঘাতে চোখের দৃষ্টি হারানো পটুয়াখালীর দশমিনার রিকশা চালক মোহাম্মদ সাইদুল ইসলাম (২৪) পেলেন জীবিকার সহায়তা হিসেবে ইঞ্জিন চালিত একটি রিকশা। 

বিজ্ঞাপন

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এক আনুষ্ঠানিকভাবে সাইদুলের হাতে রিকশার চাবি তুলে দেন প্রেসক্লাবের  ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহরাব হোসেন। 

জানা গেছে, নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকায় কর্মরত কয়েকজন হৃদয়বান ব্যক্তি গুলিবিদ্ধ দৃষ্টিহীন সাইদুলের জীবন-জীবিকার জন্য এই রিকশাটি দেন। দুর্ঘটনার পূর্বে সাইদুল ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয় সাইদুল। তার চোখে ৮০টি ছড়া গুলি লেগেছে। বর্তমানে তার এক চোখ নষ্ট রয়েছে।

বিজ্ঞাপন

সাইদুল জেলার দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মোহাম্মদ মৃধার ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে সাইদুল সবার বড়। অভাবের সংসারে বেশিদূর পড়াশোনা না করতে পেরে সাইদুল ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শরীরে অসংখ্য স্প্লিন্টারের অসহ্য ব্যথা আর চোখ হারিয়ে চিকিৎসা বিহীন দিন কাটছে বেকার যুবক সাইদুলের।

রিকশাটি গ্রহণ করে সাইদুল বলেন, ‘আমি কৃতজ্ঞ। আমার দুঃসময়ে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রতি শুভকামনা। এখন আমি রিক্সাটির মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারবো। সমাজের হৃদয়বান এসব মানুষের জন্য আজও মানবতা টিকে আছে।’

আরটিভি/এসএপি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |