চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি রিভলভারসহ ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে পাহাড়তলী থানার কাস্টমস একাডেমির পেছনে, ধোপপুল ব্রিজের পশ্চিম পাশে ড্রেন সংলগ্ন এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
এ সময় দেয়ালের পাশে একটি ব্যাগ কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল অস্ত্র ও গুলিগুলো।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি বিদেশি রিভলভার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এফআই