ময়মনসিংহে জাসদ নেতা শফিকুল অস্ত্রসহ আটক
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে শটগানসহ আটক করেছে যৌথ বাহিনী। এ সময় মিন্টুর ভাতিজা সৈয়দ রবিউল ইসলাম সজলকে আটক করা হয়।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১১টার নগরীর মাদরাসা কোয়াটারের নিজ বাসা থেকে তাদেরকে আটক করে যৌথ বাহিনী।
আটক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি এবং মসিকের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, যৌথ বাহিনী ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি এবং মসিকের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও তার ভাতিজা সৈয়দ সজলকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। এ সময় মিন্টুর লাইসেন্সকৃত শটগানও জব্দ করা হয়। মিন্টু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রেদোয়ান হাসান সাগর হত্যা মামলার আসামি। সেজন্য তাকে হত্যা মামলায় এবং সজলকে অন্য মামলায় আদালতে সোপর্দ করা হবে।
আরটিভি/এএএ
মন্তব্য করুন