• ঢাকা বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১
logo

গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আরটিভি নিউজ

  ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫
গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় আনোয়ার হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের পান্থপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।

নিহত আনোয়ার হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রহাটা গ্রামের আলকাদ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন ঢাকা-রংপুর মহাসড়কের পান্থপাড়া এলাকায় তার মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাই নিহত
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
গোবিন্দগঞ্জে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের
গোবিন্দগঞ্জে ইফতারি কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ৪