ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

কাপাসিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল প্রধান শিক্ষকের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪ , ০৭:২১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে বাসের ধাক্কায় সাইফুল ইসলাম (৬০) নামে এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। তিনি কাপাসিয়া উপজেলার পাঁচুয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন। 

বিজ্ঞাপন

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে ওই সড়কের ধলাগর ব্রিজ সংলগ্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিক্ষক সাইফুল ইসলাম নিহত হন। 

তিনি উপজেলার ময়সন গ্রামের সুলতান মুক্তারের ছেলে। নিহতের ভাই কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম ফরিদ জানান, দুপুরে সাইফুল ইসলাম মোটরসাইকেলে করে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। সড়কের কাপাসিয়ার ধলাগর স্থানে মোটরসাইকেলটি পৌঁছালে অনন্যা পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

বিজ্ঞাপন

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, স্থানীয়দের সহায়তায় অনন্যা বাস আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |