সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় অ্যাম্বুলেন্স ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরওন চারজন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের অংশে মেঘনা ব্রিজের প্রবেশ মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলেয়া খাতুন (৬০) বরিশাল পিরোজপুরের নাজিরপুরের রঘুনাথপুর গ্রামের মৃত মান্নান মিয়ার স্ত্রী। আহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট শুভ্র সরকার জানান, মেঘনা টোল প্লাজার উল্টো পথ দিয়ে মেঘনা ব্রিজে ওঠার সময় প্রবেশ মুখে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। এ সময় সিএনজি থাকা বাকি পাঁচজন আহত হন। অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। আহতদের স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
আরটিভি/এমকে-টি
মন্তব্য করুন