• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

ট্রেন থেকে পড়ে প্রাণ গেলো টিকিট সুপারভাইজারের

আরটিভি নিউজ

  ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪

ময়মনসিংহে চলন্ত কমিউটার ট্রেন থেকে পড়ে ইমরান হোসেন (২০) নামে এক সহকারী টিকিট সুপারভাইজারের মৃত্যু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর কেওয়াটখালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন বরগুনা জেলার আমতলী উপজেলার টেপোবা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি ওই ট্রেনের সহকারী টিকিট সুপারভাইজার ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল ইসলাম বলেন, রোববার জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। বিকেল ৫টার দিকে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী ব্রিজ এলাকা পর্যন্ত আসতেই দরজার কাছে থাকা ট্রেনের সহকারী টিকিট সুপারভাইজার ইমরান পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ট্রেনের খোলা দরজার দিকে আসার এক পর্যায়ে ঝাঁকুনিতে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।

আরটিভি/এফআই/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেন ব্রেকিংয়ে উৎপাদিত শক্তিতে উষ্ণ হোটেল
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
ময়মনসিংহের ত্রিশালে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল
হঠাৎ চলন্ত ট্রেনের ইঞ্জিনে ধোঁয়া, এরপর যা ঘটল