• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

নীলফামারী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:১৩
সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট বন্ধ
ছবি : সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে কোনো ফ্লাইট এখনও বাতিল করা হয়নি বলেও জানায় তারা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকে কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম।

তিনি বলেন, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ভিজিবিলিটি ছিল মাত্র ৫০০ মিটার। উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে ২০০০ মিটার ভিজিবিলিটি প্রয়োজন।

তিনি আরও বলেন, দুপুরের আগে এ আবহাওয়ায় ফ্লাইট চলাচলের সম্ভাবনা কম।

এ বিষয়ে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে। সেভাবে প্রস্ততি রাখা হয়েছে।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নীলফামারীতে তারুণ্যের উৎসবের সভায় আওয়ামী লীগ নেতা
ট্রেন থামল স্টেশন পেরিয়ে ২ কিলোমিটার দূরে, এরপর যা ঘটল 
কথা-কাটাকাটির জেরে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
ঘন কুয়াশায় উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন