সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

নীলফামারী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ , ১১:১৩ এএম


সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট বন্ধ
ছবি : সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে কোনো ফ্লাইট এখনও বাতিল করা হয়নি বলেও জানায় তারা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকে কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম।

তিনি বলেন, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ভিজিবিলিটি ছিল মাত্র ৫০০ মিটার। উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে ২০০০ মিটার ভিজিবিলিটি প্রয়োজন। 

তিনি আরও বলেন, দুপুরের আগে এ আবহাওয়ায় ফ্লাইট চলাচলের সম্ভাবনা কম।

এ বিষয়ে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে। সেভাবে প্রস্ততি রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.