দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ২
ঘন কুয়াশার মধ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। এ সময় মিনিবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে আহত হয়েছেন অন্তত ১৬ জন। তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১১টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা যাত্রী ছাউনি এলাকায় মহাসড়কের মাওয়ামুখী সড়কের এই দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে শ্রীনগরর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ক্যামিলায়া সরকার জানান, দুইজন নিহত হয়েছেন। তারা ব্যক্তিরা হলেন- আব্দুল্লাহ পরিবহনের বাসচালকের সহযোগী মো. জীবন (৪৪), তার বাড়ি শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামে। অপর নিহত হলেন- বাসযাত্রী মো. রায়হান (২৭), তিনি সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা।
আহত ব্যক্তিরা হলেন- অমিত (২৮), তাজল (২৮), প্রভাত ইসলাম (২২), মো. সাগর (৪৯), আব্দুল রহমান (১৮) সহ ১৬ জন।
বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বলেন, নিমতলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস। এ ঘটনায় দু’জন নিহত হয়। আহত হয় আরও পাঁচজন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।
আরটিভি/কেএইচ
মন্তব্য করুন