কুমিল্লায় প্রকাশ্যে ‘কিশোর গ্যাংয়ের’ অস্ত্রের মহড়া
কুমিল্লা মহানগরীতে প্রকাশ্যে দিনের বেলায় আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’ সদস্যরা চাপাতি, চাইনিজ কুড়াল, রামদাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে নগরের কান্দিরপাড় এলাকায় অবস্থিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখা সংলগ্ন রানীর দিঘীর পাড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভিক্টোরিয়া কলেজের সামনে রানীর দিঘীর পাড়ে আজ (শুক্রবার) বিকেলে রতন গ্রুপের অন্তত ৩০ সদস্য বিভিন্ন অস্ত্র নিয়ে মহড়া দেয়। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা। এতে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে অস্ত্রধারীরা দ্রুত পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে আসেন। তবে রাত ৮টা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি তারা।
আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চলছে জানিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, কিশোর গ্যাং রতন গ্রুপ এই অস্ত্রের মহড়া দিয়েছে। মহড়ার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। আমরা তাদের ধরতে ইপিজেড এলাকা পর্যন্ত ধাওয়া করেছি। তবে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আরটিভি/কেএইচ
মন্তব্য করুন