মায়ের সঙ্গে ৭ মাসের শিশু কারাগারে
মাদক মামলায় গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকা থেকে গ্রেপ্তার মায়ের সঙ্গে ৭ মাসের দুগ্ধজাত শিশু সাওদাকেও কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) শিশুসহ মাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন গাজীপুর জেলা কারাগারের ডেপুটি জেলার খাদিজা কাশেম।
অভিযুক্ত মা আছমা আক্তার (৩২) শ্রীপুর উপজেলার কাওরাইদ (কালীবাড়ি) এলাকার আলমের স্ত্রী এবং ইয়াকুব আলীর মেয়ে। সাত মাসের শিশু সাওদা আছমার মেয়ে।
শ্রীপুর থানার উপপুলিশ পরিদর্শক (এএসআই) আমিনুর রহমান ও এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে মাদক ব্যবসায়ী আলমকে ধরতে গেলে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে আলমের বসতঘর থেকে ৫০০ গ্রাম গাজাসহ তার স্ত্রী আছমাকে গ্রেপ্তার করা হয়। তাদের ঘরে সাত মাসের দুগ্ধজাত শিশু ছিল। শিশু সাওদাকে দেখাশোনা করার মত কেউ না থাকায় শিশুর যত্নে ঘাটতি না হওয়ার জন্য তাকেও তার মায়ের সঙ্গে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, ওই নারী ও তার স্বামী আলমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। অভিযুক্ত আছমাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার রাতে থানা হাজতে রাখা হয়। শিশুটির যেন কোনো অযত্ন না হয় তাই শিশুটিকেও তার মায়ের সঙ্গে রাখা হয়। শুক্রবার গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে গাজীপুর জেলা জজ আদালতের আইনজীবী এমদাদুল হক মাসুম বলেন, দুগ্ধজাত শিশু থাকলে মায়ের সঙ্গে তাকে কারাগারে দেওয়ার আইনগত বিধান রয়েছে।
গাজীপুর জেলা কারাগারের ডেপুটি জেলার খাদিজা কাশেম বলেন, শুক্রবার দুপুরের দিকে গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত আছমার সঙ্গে তার শিশুটিকেও দিয়ে যায়। কারাগারে শিশুটিকে তার মায়ের সঙ্গেই রাখা হয়েছে। শীত নিবারণের জন্য পর্যাপ্ত শীতের কাপড়ও ও শিশু খাদ্য সরবরাহ করা হয়েছে।
আরটিভি/এফএ
মন্তব্য করুন