ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

চাঁদপুরের মতলবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

রোববার, ০৫ জানুয়ারি ২০২৫ , ০৫:৫৫ পিএম


loading/img
ছবি : আরটিভি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুশতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান করা হয়েছে।  

বিজ্ঞাপন

শনিবার (৪ জানুয়ারি) মতলব উপজেলার ঘিলাতলী সামাদিয়া কাসিমুল উলুম ফাজিল মাদরাসা হলরুমে ২শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি নগদ অর্থ তুলে দেন মজুমদার ফাউন্ডেশন বৃত্তি প্রকল্পের সভাপতি ফয়েজুর রহমান মজুমদার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম।

মজুমদার ফাউন্ডেশনের অর্থায়নে বৃত্তি প্রদান অনুষ্ঠানে ২২টি হাই স্কুল, ১২টি মাদরাসা ও ৩টি কলেজের ২ শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মোট ৫ লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এ ছাড়াও কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের উৎসাহিত করতে নগদ অর্থ প্রদান করা হয়।

বিজ্ঞাপন

মজুমদার ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় আমেরিকা থেকে মুঠোফোনে বক্তব্য রাখেন মজুমদার ফাউন্ডেশনের সভাপতি ফারুক হোসেস মজুমদার। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন্নাহার, ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবুল বাশার, মজুমদার ফাউন্ডেশন পরিচালনা কমিটির সদস্য সানি মজুমদার প্রমুখ। 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষাই জাতীর মেরুদন্ড। তবে সেই শিক্ষা গতানুগতিক শিক্ষা হলে চলবে না, সেই শিক্ষা হতে হবে মানসম্মত শিক্ষা বা যুগোপযোগী শিক্ষা। কেননা প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে এখন আর মানসম্মত শিক্ষা বা যুগোপযোগী শিক্ষার কোন বিকল্প নেই। তাই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সকলে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |