• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

সুইসাইড নোট লিখে বিশ্ববিদ্যালয় কর্মকর্তার আত্মহত্যা 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৫, ২১:৪২
সুইসাইড নোট লিখে বিশ্ববিদ্যালয় কর্মকর্তার আত্মহত্যা 
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোস্তাইন কবীর সোহেলের (৪৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের নিজ অফিস কক্ষ থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হন সোহেল। এরপর নিজ অফিস কক্ষে তার ঝুলন্ত মরদেহের খবর পেয়ে আমরা আসি। পুলিশ আমাদেরকে জানিয়েছেন তাদের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। দুটি সুইসাইড নোট ও মোবাইল উদ্ধার করা হয়েছে। সেখানে কি লেখা আছে আমাদের বলেনি পুলিশ।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এমন ঘটনা সত্যি দুঃখজনক।’

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সেখানে দুটি নোট ও মোবাইল পাওয়া যায়। তদন্তের স্বার্থে সেখানে কি লিখা এখন বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।’

কৃষিবিদ মোস্তাইন কবীর সোহেল ত্রিশালের চরপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন।

মোস্তাইন কবীর সোহেলের বাবা আব্দুল মতিন বলেন, ‘ছেলে ১৬ ডিসেম্বর বাড়িতে গিয়েছিল। তখন সে বলেছিল কিছুটা ঋণের চাপে আছে। কিন্তু এমন যে হবে সেটা কখনো ভাবিনি।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল ৩০ অক্টোবর
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকেই ভিসিসহ প্রশাসনিক পদে নিয়োগের দাবি
সিকৃবির হলে সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার