• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

শ্রীপুরে দোকানে হামলা, অপরাধীদের ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২৫, ০৩:০৭
ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে দিনে দুপুরে মুদি দোকানে হামলা, লুটপাট করে অগ্নিসংযোগের ঘটনায় নেতৃত্বদানকারী দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করার পর তাদেরকে থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় গলদাপাড়া গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে মুদি দোকানী হৃদয় মিয়া (২৫) আটককৃত দুজনসহ চার জনের নাম উল্লেখ করে ঘটনার দিন সন্ধ্যায় অজ্ঞাত ৮/১০ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া (মাটিকাটা নদীর পার) গ্রামে হৃদয়ের মুদি দোকানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন- একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে কাজল (৩৫), মৃত আমির আলীর ছেলে সিরাজ উদ্দিন সিরু (৬০), মকবুল হোসেন মুন্সীর ছেলে সিদ্দিক (৪০) এবং শ্রীপুর পৌরসভার (কলেজপাড়া) এলাকার মৃত নাজির আহমেদ মোক্তারের ছেলে এহছানুল হাকিম বনি (৩৬)।

ভুক্তভোগী হৃদয় মিয়া জানান, শনিবার বিকেল ৩টায় অভিযুক্তরা ৪টি পিকআপে দেশীয় অস্ত্রসস্ত্রসহ প্রায় দেড়শ লোক নিয়ে তার মুদি দোকানে হামলা করে। তারা দোকানের বিভিন্ন মালামাল ও আসবাবপত্র ভাংচুর করে লুটপাট করে। এ সময় তাদের হাতে থাকা দা ও লাঠি নাড়িয়ে কাউকে কাছে আসতে ভয় দেখায়। এক পর্যায়ে তারা দোকান থেকে ফ্রিজ বের করে বাহিরে এনে করোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। বলদীঘাট বাজারের স্থানীয় জনতা হামলা, লুটপাট ও অগ্নিসংযোগে নেতৃত্বদানকারী সিরাজ উদ্দিন ও এহছানুল হাকিম বনিকে বলদীঘাট বাজারের স্থানীয় জনতা আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সূজন কুমার পন্ডিত ঘটনাস্থলে গেলে তাদেরকে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। পরে পুলিশ আটকদের মধ্যে বনিকে ওইদিন রাতে এবং সিরাজ উদ্দিনকে রবিবার বেলা সাড়ে ১১টায় থানা থেকে ছেড়ে দেয়।

হৃদয় মিয়া অভিযোগ করেন, স্থানীয় জনতা হামলা, লুটপাট ও অগ্নিসংযোগে নেতৃত্বদানকারী সিরাজ উদ্দিন সিরু ও এহছানুল হাকিম বনিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করলেও পুলিশ তাদেরকে থানা থেকে ছেড়ে দিয়েছে। আমরা মানতে চাইনি তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। ওসি স্যার সাদা কাগজে আমাদের স্বাক্ষর নিয়ে কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ শামসুল হক মন্ডলের জিম্মায় দুই দিনের সময় নিয়ে সিরাজ উদ্দিন সিরুকে থানা থেকে ছেড়ে দিয়েছে। এর আগে, রাতেই বনিকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। আমার দোকানের ক্ষতিপূরণ না দিলে ওসি স্যার মামলা বা করণীয় যা, তা তিনি নিজে করবেন এবং আমাকে হুমকি দিলে ওসি স্যারকে জানাতে বলেছে।

কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ শামসুল হক মন্ডল বলেন, আমি একটি কাজে থানায় গিয়েছিলাম। পরে উভয় পক্ষকে থানায় দেখে জিজ্ঞাসা করলাম তোরা থানায় কেন? পরে তাদের কাছে ঘটনা শুনে জিজ্ঞাসা করলোম তোমরা আপোষ হইবা কিনা? পরে তারা সম্মতি জানালে আমি উবয় পক্ষকে নিয়ে ওসির কক্ষে নিয়ে গিয়ে তারা পরষ্পর মীমাংসায় রাজি হলে আমার জিম্মায় ছেড়ে দেয়।

কাওরাইদ ইউনিয়ন ওলামা দলের সভাপতি মোমিন মিয়া জানান, ভুক্তভোগী হৃদয় ও তার স্বজনেরা বলদীঘাট বাজারের স্থানীয় জনতাকে প্রচার করে বনি এবং সিরাজ শ্রীপুর থেকে লোক ভাড়া করে নিয়ে এসে তার দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এ খবর ছড়িয়ে পড়লে বাজারে উপস্থিত জনতা তাদের দু’জনকে আটক করে গণধোলাই দেয়। পরে তাদের দু’জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের কাউকে পাওয়া যয়নি। তাই এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে, তাদের পক্ষের একজন রতন বলেন, তারা নিজেরাই ফ্রিজে আগুন দিয়েছে এবং আমাদের বসত বাড়ীতে হামলা করে ভাংচুর করেছে। এখন নিজেরা বাঁচার জন্য আমাদের উপর দোষ চাপাচ্ছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সূজন কুমার পন্ডিত বলেন, ওসি স্যারের ছেড়ে দেওয়ার এখতিয়ার আছে। তাদেরকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। স্থানীয় জনতা তাদেরকে আটক করে আমাদের কাছে দিয়েছে। এ বিষয়ে আর কিছু জানি না। আপানি ওসি স্যারের সাথে কথা বলেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, থানা থেকে ছেড়ে দেওয়ার কোনো নিয়ম নাই। কিন্তু, হৃদয় মিয়া ও কাজল সম্পর্কে চাচা-ভাতিজা। উভয় পক্ষ স্থানীয়ভাবে মীমাংসার জন্য রাজি হলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তাদের মধ্যে সমস্যা আছে, আমি দেখছি বিষয়টি।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক বলেন, আমি ইতোমধ্যে ওসিকে এ বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম। সে স্বীকার করে বলেছে কাউকে ছাড়া হয়নি। ঘটনার বিস্তারিত আমি জানার চেষ্টা করছি।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যৌন হেনস্তার অভিযোগ, যা বললেন মোনালি ঠাকুর
জবি প্রক্টরের গাড়িতে হামলা, আহত ৩
নিজের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আহ্বান জানালেন টিউলিপ
সোনাইমুড়ীতে চাঁদা না পেয়ে বসতঘর ভাঙচুরের অভিযোগ