প্রতারণার মাধ্যমে ৫০ কোটি টাকা আত্মসাৎ, ৩০ মামলার আসামি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫ , ০৩:৩৬ পিএম


প্রতারণার মাধ্যমে ৫০ কোটি টাকা আত্মসাৎ, ৩০ মামলার আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নরসিংদীতে পৃথক প্রতারণার মাধ্যমে ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০ মামলার ওয়ারেন্টভুক্তসহ মোট ৩০ মামলার আসামি রহমত উল্লাহ ভূঁইয়াকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল হান্নান।

এর আগে, রোববার (৫ জানুয়ারি) রাতে গাজীপুর জেলার পূবাইল থানার মাজুখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

গ্রেপ্তার রহমত উল্লাহ ভূইয়া নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় রড-সিমেন্টের ব্যবসায়ী ছিলেন।

পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, রহমত উল্লাহ ভূঁইয়া শিবপুরের মুন্সেফেরচর এলাকায় রড সিমেন্টের ব্যবসা করতেন। এ ব্যবসার আড়ালে প্রতারণার উদ্দেশ্যে শিবপুর মডেল থানা এলাকার কমপক্ষে ৩০ জন বিভিন্ন শ্রেণিপেশার লোককে ব্যবসায়ীক মুনাফার লোভ দেখিয়ে এবং বিভিন্ন কৌশলে প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেন। তিনি ভুয়া এতিমখানা দেখিয়ে একটি বিদেশি এজেন্সির কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা এবং রায়পুরার চরসুবুদ্ধিস্থ ইসলামপুর মাদ্রাসার নির্মাণ কাজ ও রড সিমেন্ট দেয়ার কথা বলে ২০ লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়া অবসরপ্রাপ্ত বিভিন্ন সেনা সদস্যদের কাছ থেকে বাড়ি নির্মাণের রড সিমেন্ট দেয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে যায়। সব মিলিয়ে মোট ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাৎ করে ২০২৩ সাল থেকে তিনি গা ঢাকা দেন।

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। এবং আরও মামলা প্রক্রিয়াধীন আছে। এরমধ্যে তার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ২০টি মামলার ওয়ারেন্ট রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সুপার আরও জানান, জেলা গোয়েন্দা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রায় ৪ মাসের চেষ্টায় অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি মাজুখান এলাকায় রিকশাচালকের ছদ্মবেশে পলাতক ছিলেন। তাকে আদালতে পাঠানো হয়েছে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission