• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

সেতুর ওপর থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু

আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৪৪
ছবি: সংগৃহীত।

মুন্সীগঞ্জে সেতুর ওপর থেকে লাফিয়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার আনুমানিক বয়স (৩০) বছর।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকার ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (মুক্তারপুর সেতু) এ ঘটনা ঘটে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতুর ওপর থেকে ওই যুবক লাফ দিলে সেতুর নিচে সড়কের ওপর পড়ে। সেখানে আহত অবস্থায় বেশ কিছুক্ষণ যুবককে কাতরাতে দেখা যায়। পরে সেখানেই ওই যুবক মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে মরদেহ উদ্ধার করে মর্গ প্রেরণ করেছে। ওই যুবকের নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি। কী কারণে তিনি সেতুর ওপর থেকে লাফ দিয়েছে তাও জানা যায়নি।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজানোয় অর্থদণ্ড
গরু চুরির অভিযোগ, মারধরের পর চুন মেশানো এসিড পানি খাওয়ানোয় যুবকের মৃত্যু
নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
চাঁদা উঠানোকে কেন্দ্র করে দ্বন্দ্ব, হামলায় যুবকের মৃত্যু