ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চাঁদপুরে ড্রেজার-বাল্কহেডসহ গ্রেপ্তার ৯

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ , ০৮:৩২ পিএম


loading/img
ছবি : আরটিভি

চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে তিনটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ।

বিজ্ঞাপন

সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চাঁদপুর নৌ সীমানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নৌপুলিশ। 

নৌ পুলিশ জানায়, মেঘনা নদীর মোহনপুরসহ বিভিন্ন স্থানে একটি চক্র বালু উত্তোলন করে আসছে। প্রতিদিন অভিযান চালানোর পরও বন্ধ করা যাচ্ছে না বালু উত্তোলন। মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার, দুটি বাল্কহেড জব্দ করা হয়েছে। ওই সময় ড্রেজারে কর্মরত ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক মামলা করে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, নৌপুলিশ প্রতিনিয়ত অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। মেঘনা নদীতে অবৈধ প্রক্রিয়ায় বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সকল পুলিশ ফাঁড়ি পালাক্রমে অভিযান পরিচালনা করছে।

তিনি আরও জানান, গত দুই মাসে ৩০টি মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অর্ধশত লোক গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৩০ এর অধিক ড্রেজার জব্দ করা হয়েছে। মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |