ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

হিলিতে কমেছে কাঁচামরিচ ও আদার দাম

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ , ১২:২৪ পিএম


loading/img
ছবি : আরটিভি

দিনাজপুরের হিলিতে তিন দিনের ব্যবধানে কমেছে দেশি কাঁচামরিচ ও ভারত থেকে আমদানিকৃত আদার দাম। বর্তমানে দেশি কাঁচামরিচ কেজিপ্রতি ৪০ টাকা কমে ৩০ টাকায় এবং ভারতীয় আদা কেজিপ্রতি ৫০ টাকা কমে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মোকামে সরবরাহ বেশি হওয়ার কারণে দাম কমেছে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। 

বিজ্ঞাপন

বুধবার (৮ জানুয়ারি) সকালে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। 

হিলি বাজারের ক্রেতা আশিকুল আলম বলেন, ‘বর্তমানে শীতকালীন সবজিসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম স্বাভাবিক রয়েছে। আমরা সাধারণ মানুষ এতে কিছুটা স্বস্তির মধ্যেই আছি। এ রকম বাজার পরিস্থিতি থাকলে আমাদের জন্য ভালো হয়।’ 

বিজ্ঞাপন

সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, ‘খুচরা বাজারে সবজির দাম অনেকটাই কমেছে। বর্তমানে বেগুন ৩০ টাকা, সিম ২০ টাকা, বাঁধাকপি ১০ টাকা পিস, ফুলকপি ১০ টাকা পিস, শসা ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়াও কমেছে কাঁচামরিচ ও আদার দাম। কাঁচামচির কেজিপ্রতি ৩০ টাকায় এবং ভারতীয় আদা ১০০ টকা দরে বিক্রি হচ্ছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। আগের থেকে ক্রেতা অনেক বেশি।’ 

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের চারদিনে ভারতীয় পাঁচ ট্রাকে ১০৫ টন আদা আমদানি হয়েছে এ স্থলবন্দর দিয়ে। 

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |