ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

নোয়াখালী হকার্স মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১২ জানুয়ারি ২০২৫ , ০১:১৫ এএম


loading/img
ছবি : আরটিভি

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

বিজ্ঞাপন

শনিবার (১১ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে শহরের হর্কাস মার্কেটে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন বিশাদ ও ফয়জুল জাহান জানান, রাতে হঠাৎ হর্কাস মার্কেটে আগুনের ফুলকি দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। কার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনও বোঝা যাচ্ছে না। 

বিজ্ঞাপন

ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০ থেকে ২৫টির বেশি দোকান পুড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

স্থানীয়দের ভাষ্যমতে, এর সংখ্যা বাড়তে পারে। ঘটনাস্থলে সেনাবাহিনী,পুলিশ রয়েছে।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য ইয়াছিন মোল্লা জানান, ‘হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ৫টি টিম পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের আরও কয়েকটি টিম সেখানে পাঠানো হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |