ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নির্মাণশ্রমিক নিহত

আরটিভি নিউজ

রোববার, ১২ জানুয়ারি ২০২৫ , ০৩:৩৯ এএম


loading/img
ছবি : সংগৃহীত

অসুস্থ মাকে হাসপাতালে ভর্তি করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। ওই শ্রমিকের নাম আবদুল গনি ইমরান (২৯)। 

বিজ্ঞাপন

শনিবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কেরানী বাড়ির আহসান উল্লাহর ছোট ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, রাত আনুমানিক ৮টার দিকে ফতেহপুর এলাকায় টিনবোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ট্রাকের নিচে চাপা পড়েছেন ইমরান। পরে ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ও ফেনী ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আহসান উল্লাহ বলেন, ইমরান তার অসুস্থ মাকে হাসপাতালে ভর্তি করে বাড়িতে ফেরার কথা ছিল। রাত ৮টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে জানায় সে দুর্ঘটনার শিকার হয়েছে। তাৎক্ষণিক হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পাই৷

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান বলেন, ‘হাসপাতালে আনার আগেই ইমরান মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

বিজ্ঞাপন

মহিপাল হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. হারুনুর রশীদ বলেন, ‘টিনবোঝাই ট্রাক উল্টে চাপা পড়েন ইমরান। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |