• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

বাঁশঝাড়ের মাথায় উঠলেন গৃহবধূ, অতঃপর...

আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২৫, ২১:০৬
বাঁশঝাড়ের মাথায় উঠলেন গৃহবধূ, অতঃপর...
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে প্রায় ৫০ ফুট উঁচুতে বাঁশঝাড়ের উপর উঠে চিৎকার করছিলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। এলাকাবাসী ও স্বজনরা বহু চেষ্টা করেও ব্যর্থ তাকে নিচে নামাতে ব্যর্থ হলে জাতীয় জরুরি সেবা নম্বর- ৯৯৯ এ কল করে ফায়ার সার্ভিসের সদস্যদের ডাকা হয়। পরে দু-তিন ঘণ্টার চেষ্টায় ওই নারীকে নিচে নামানো হয়। সম্প্রতি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পরিবার।

সোমবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ ফায়ার ফাইটার হারুন-অর-রশিদ।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে হঠাৎ ওই গৃহবধূ নিখোঁজ হন। তার স্বামীসহ স্বজনেরা তাকে খুঁজতে থাকেন। বাড়ির পাশে একটি মসজিদের পাশে বিশাল বাঁশঝাড়ের ওপর দাঁড়িয়ে ওই নারীকে চিৎকার করতে দেখেন স্থানীয় লোকজন। তখন স্বজন ও স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও তাকে বাঁশঝাড় থেকে নামাতে পারেননি। এরপর কল করা হয় ৯৯৯ নম্বরে। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুই থেকে তিন ঘণ্টার প্রচেষ্টায় ওই নারীকে বাঁশঝাড়ের ওপর থেকে নিরাপদে নামিয়ে আনেন।

এ বিষয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ ফায়ার ফাইটার হারুণ অর রশিদ বলেন, ‘বাঁশঝাড়ের ৫০ থেকে ৬০ ফুট উঁচুতে ওই নারী উঠে বসে ছিলেন। বাঁশঝাড়টি বাতাসে দুলছিল। যেকোনো সময় ওই নারী পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারত। পরে কৌশল করে বাঁশে দড়ি বেঁধে ওপরে উঠে ওই নারীকে নামিয়ে আনা হয়।’

হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের বলেন, ‘৯৯৯ নম্বরে কল পেয়ে ফায়ার সার্ভিস ওই নারীকে নিরাপদে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন 
কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি
বিপ্লবের চেতনা সরকার ও বিএনপি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
ঐক্য নষ্ট করার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: এটিএম মাছুম