• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতির কুশপুত্তলিকা দাহ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৫, ১২:২২
সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতির কুশপুত্তলিকা দাহ
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে বগুড়া সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনির পক্ষে এবং বিপক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তার বহিষ্কারের দাবিতে উপজেলা বিএনপির একাংশ কুশপুত্তলিকা দাহ করেছে তার। অপরদিকে এ ঘটনার প্রতিবাদে পৌর বিএনপির একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশও করেছেন।

গত কয়েক দিন আগে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলীকে থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ ওঠে পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনির বিরুদ্ধে। এ অভিযোগে উপজেলা বিএনপির একাংশ দলীয় কার্যালয়ে সোমবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছে। সেদিনই একটি বিক্ষোভ মিছিল উপজেলার পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনির কুশপুত্তলিকা দাহ করা হয়।

এ সময় পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন বেবি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, উপজেলা জাসাসের সভাপতি আব্দুল মমিন আকন্দ, বিএনপি নেতা একে এম মাছুদুর রহমান রিবন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম বাদশা, পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহিন মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ভুট্টা মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।

এ দিকে এ ঘটনার প্রতিবাদে একই দিন সন্ধ্যায় পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ সমাবেশে পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনির সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহসভাপতি লাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম পাঞ্জাব, সোহেল রানা, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আসাদুজ্জামান শোভন, নিলয় হাসান সাকিব প্রমুখ। এ ঘটনায় পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার সকালে আবারও প্রতিবাদ সভার ডাক দেয় পৌর বিএনপি।

এ বিষয়ে সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি বলেন, ‘কোনও আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে আমি থানায় কোনো মুচলেকা দিইনি। মাদকসেবী কিছু নেতাদের পৌর কমিটি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত এ কাজ করা হয়েছে।’

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ
রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্র অধিকার পরিষদ
বগুড়া সারিয়াকান্দিতে বাঙালি ও যমুনা নদীর পানি বৃদ্ধি
শেখ হাসিনার জন্মদিনে নোবিপ্রবিতে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ