• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বান্দরবানে স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড

আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:৪৩
ছবি: সংগৃহীত।

বান্দরবানে স্ত্রীকে হত্যার দায়ে হায়দার আলী (৩৫) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বান্দরবান অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুণ পাল এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত হায়দার আলী রাঙ্গামাটির চন্দ্রঘোনা রাইখালি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খন্তাকাটা এলাকার মৃত লতিফুর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের সেপ্টেম্বরে রাঙ্গামাটির বাঙ্গারখালিয়া এলাকার নুরুল ইসলামের মেয়ে রিজিয়া পারভিন রুপার সঙ্গে হায়দার আলীর বিয়ে হয়। বাবার বাড়ি থাকা অবস্থায় ২০২১ সালের ৭ আগস্ট বিকেলে বাঙ্গালখালিয়ায় চাচির বাড়ি যাওয়ার জন্য বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরদিন বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের গলাচিপা এলাকায় রাস্তার পাশে হাত-পা বাঁধা ও গলা কাটা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় রিজিয়ার বাবা নুরুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রেমিক কাজল হোসেনের নামে বান্দরবান থানায় মামলা করেন। তবে তদন্তে হত্যাকাণ্ডে রিজিয়ার স্বামী হায়দার আলীর সম্পৃক্ততা পাওয়া যায়। আদালতে বিষয়টি প্রমাণ হলে বিচারক এ রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী ছিলেন মোহাম্মদ আলমগীর চৌধুরী।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজিবির অভিযানে বান্দরবানে মিয়ানমারের ৫৮ নাগরিক আটক
সিরিয়ায় জনসম্মুখে আসাদ অনুগত কর্মকর্তার মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
সিরাজগঞ্জে জোড়া খুনের মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড