• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

যানজট নিরসনে চাঁদপুর পৌরসভায় চলবে দুই রঙের ইজিবাইক

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২৫, ১৬:৩১
ছবি : আরটিভি

চাঁদপুর শহরের যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ব্যাটারিচালিত লাইসেন্সধারী ইজিবাইক জোড় সংখ্যার রং হবে লাল এবং বে-জোড় সংখ্যার রং সবুজ। এই কাজ সম্পন্ন হওয়ার পরে নির্ধারণ করা হবে কোন কালার কোন সময়ে সড়কে চলাচল করবে। আর এটি বাস্তবায়ন হলে শহরের গাড়ির সংখ্যা কমবে এবং যানজট অনেকটা কমে আসবে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পৌর ঈদগাহ মাঠে গিয়ে দেখা গেছে, ইজিবাইকগুলোর নতুন নম্বর প্লেট প্রদান এবং জোড় ও বে-জোড় সংখ্যায় কালার দিচ্ছেন শ্রমিকরা।

পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক রাফি রাসেল বলেন, এই কাজটি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে পৌর এলাকায় ইজিবাইক চালক ও মালিকদের উদ্দেশ্যে মাইকিং করে ঘোষণা করা হয়েছে। পৌরসভায় ২ হাজার ৬২৬টি ইজিবাইকের লাইসেন্স আছে। নম্বর প্লেট প্রদান ও রং করার কাজ ১২ জানুয়ারি শুরু হয়েছে, শেষ হবে ২০ জানুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কাজ করা হচ্ছে।

শহরের ওয়ারলেছ এলাকার ইজিবাইক চালক মজিবুর রহমান, পুরান বাজারের সোলাইমান মিয়া বলেন, যানজট নিরসনের যে উদ্যোগ নেওয়া হয়েছে এটাকে স্বাগত জানাই। তবে দুই কালারের গাড়ি একদিন বন্ধ না রেখে প্রতিদিন দুটি সময় নির্ধারণ করে দিলে ভালো হবে। আশা করি পৌর কর্তৃপক্ষ সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

উপপরিচালক স্থানীয় সরকার ও চাঁদপুর পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া বলেন, শহরের যানজট নিরসনে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সবুজ রঙের বে-জোড় সংখ্যা এবং জোড় তারিখে জোড় সংখ্যার লাল ইজিবাইক চলাচল করবে। এর ফলে অবৈধ কোনো ইজিবাইক চলাচল করতে পারবে না।

তিনি আরও বলেন, একই তারিখ থেকে চাঁদপুরে চলাচলরত অটোরিকশা শহরের তিনটি নির্দিষ্ট স্থান পর্যন্ত আসতে পারবে। নির্দিষ্ট স্থানের মধ্যে রয়েছে-চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামনে, চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের বঙ্গবন্ধু সড়কের মাথা এবং চাঁদপুর-হাইমচর সড়কের জন্য নতুন বাজার-পুরান বাজার সেতুর পুরান বাজার অংশে অটোরিকশা অবস্থান নেবে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুর পৌর এলাকায় অভিযান, ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
কোটচাঁদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা
চাঁদপুরে নোংরা পরিবেশে খাবার তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
মেঘনায় অভিযানে ৯ বেহুন্দি জাল জব্দ