গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গোডাউনে আগুন
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি পারিজাত এলাকায় ঝুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম।
স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে পারিজাত এলাকার একটি ঝুট গোডাউনে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো নির্বাপণের কাজ চলমান। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছে না। ডাম্পিং কাজ শেষে বিস্তারিত জানানো হবে।’
আরটিভি/এমকে/এস
মন্তব্য করুন