ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

গাড়িতে তুলে অপহরণ করাই তাদের পেশা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ , ০৩:২৪ পিএম


loading/img
ছবি : আরটিভি

ভাড়ায় চালিত রেন্ট-এ কারে মিথ্যা রূপ ধারণ করে যাত্রী বহনের অজুহাতে অপহরণ ও মুক্তিপণ দাবি করে অর্থ আদায় করাই তাদের পেশা। এমন ঘটনায় ৪ জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে গ্রেপ্তারকৃত ৪ জনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। 

আটককৃতরা হলেন, মামুন রমু (৩৮), নুর ইসলাম (৫২), শাকিল আহমেদ পাপ্পু (৩০), জয়নাল আবেদিন (৩৬)। 

বিজ্ঞাপন

জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা সকলেই কেরানীগঞ্জ মডেল থানার বাসিন্দা। এ ঘটনায় একটি প্রাইভেট কার, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি স্টিলের চাকু এবং ৩ হাজার ২০ টাকা জব্দ করা হয়। 

এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বুধবার সুশান্ত কুমার শীল নামক জৈনক ব্যক্তি তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে হেমায়েতপুর বাস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করার সময় একটি সাদা প্রাইভেট কার নিয়ে আসামিরা বাদীর সামনে থামায় এবং ১৫০ টাকা ভাড়া চুকিয়ে তাকে গাড়িতে ওঠায়। কিছুদূর যাওয়ার পর নির্জন স্থানে গামছা দিয়ে বাদীর চোখ, হাত বেধে ফেলে কিলঘুষি মেরে বাদীর সঙ্গে থাকা টাকা নিয়ে নেয়। এরপর বাদীকে বাড়িতে ফোন দিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেলে জীবন নাশের হুমকি দেয়। গাড়িটি বিকেল সাড়ে ৪টার দিকে ধামরাই থানাধীন চৌটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকা‌ছি পৌঁছালে বাদীর চিৎকারে এলাকাবাসী প্রাইভেটকারসহ আসামিদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ সকল আসামিদের বিরুদ্ধে একাধিক থানায় এ ধরনের মামলা রয়েছে। অভিনব কায়দায় গাড়ির মালিক সেজে জনবহুল স্ট্যান্ড থেকে যাত্রী তুলে তাদের কৌশলে অপহরণ ও অর্থ আদায় করাই এই চক্রের পেশা।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |