• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

ঘোড়াশালে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষ, নিহত ১ 

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২৫, ১৪:৩২
ছবি : আরটিভি

নরসিংদীর ঘোড়াশালে মাইক্রোবাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাছেদ মিয়া নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সকালে পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের ঘোড়াশাল বাইপাস নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাছেদ মিয়া দক্ষিণ শিলমান্দি এলাকার সুরুজ মিয়া ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে সিএনজিটি ঘোড়াশালের দিকে যাচ্ছিল, এ সময় সিএনজিটি ঘোড়াশাল বাইপাস সড়কের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীরা অক্ষত থাকলেও গুরুতর আহত হয় সিএনজি চালক। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পলাশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও সিএনজিটি জব্দ করে।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১
ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের, সড়ক অবরোধ
পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবকের
ধামরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১