• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২৫, ১৭:১৮
ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় নিখোঁজের তিনদিন পর ইজিবাইক চালক সোহাগ হোসেন রকির (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শহরের তরিকুল ইসলাম পৌর কলেজ সংলগ্ন বুড়িগাঙ থেকে যশোর পিবিআই ও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি কামাল হোসেন।

নিহত সোহাগ হোসেন রকি উপজেলার পুড়াহুদা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয়রা জানান, ইজিবাইক চালক সোহাগ হোসেন রকি গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হয়ে রাত পার হলেও রকি বাড়ি ফেরেননি। ফলে পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে থাকেন। তারপরও তার হদিস পাওয়া যায়নি। এ অবস্থায় রকির বাবা লিয়াকত হোসেন ১৮ জানুয়ারি চৌগাছা থানায় সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজের বিষয়টি তদন্তের জন্য যশোর পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়। এরপর পিবিআই দ্রুত তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায় মোবাইলের সূত্র ধরে পুড়াহুদা গ্রামের সোহানুর রহমান (২০), ইছাপুর গ্রামের সজল হোসেন (২২) ও পাঁচনামনা গ্রামের সুজনকে (২১) আটক করা হয়। আটকের পর তাদের দেওয়া তথ্যমতে, আজ সকালে সোহাগ হোসেন রকির মরদেহ পৌরসভাস্থ তরিকুল ইসলাম পৌর কলেজ সংলগ্ন বুড়িগাঙের পট-কচুড়ির ভেতর থেকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত নিহতের মরদেহ রোববার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চৌগাছা থানার ওসি কামাল হোসেন বলেন, হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইজিবাইক উদ্ধারসহ হত্যার আলামত উদ্ধারে যশোর পিবিআই ও থানা পুলিশ কাজ করছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নড়াইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক