সড়ক ঘেঁষে কাঁটাতারের বেড়া, ইউএনওর বিরুদ্ধে মানববন্ধন
অপরিকল্পিতভাবে সড়ক ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণ, অপরিকল্পিতভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় জনতা।
সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা বিপ্লবী চত্বরে বিশ্বম্ভরপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও সর্বস্তরের জনতার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসারের মফিজুর রহমানের বদলি ও সকল কার্যক্রমের বিচার দাবি করা হয়।
এ ছাড়াও পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী আল আমিন এবং ইউএনও অফিসে আউটসোর্সিং কর্মরত আলাল উদ্দিনের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান, আল আমিন ও আলাল উদ্দিনের বদলিসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচির দেওয়া হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহ রাকিব, শাহনুর, সজল খান, মোবারক হোসেন, মোস্তাকিম হাসান শিপু, শাকিল আহমেদ, জুবায়ের হোসেন, ইমদাদুল হক ইয়াহিয়া, ইমাম হোসেন প্রমুখ।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘উপজেলা পরিষদের নিজস্ব ভূমিতে কাঁটা তারের বেড়া দেওয়া হচ্ছিল। কয়েকজন শিক্ষার্থী এতে আপত্তি জানায়। আমরা তাদেরকে বলেছি, এখানে বেড়া দেওয়ায় জনগণের সমস্যা হলে আমরা বেড়া দেবো না। এরপরও তারা কেন মানববন্ধন করলেন বুঝতে পারিনি।’
আরটিভি/এমকে-টি
মন্তব্য করুন